clock ,

এখন থেকে মোবাইল রোমিং বিল ডলারের বদলে টাকায় পরিশোধ করা যাবে

এখন থেকে মোবাইল রোমিং বিল ডলারের বদলে টাকায় পরিশোধ করা যাবে

বিদেশ ভ্রমণে গিয়ে মোবাইল রোমিং ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে আর বিদেশি মুদ্রায় (ডলার) নয়, মোবাইল রোমিং বিল দেওয়া যাবে বাংলাদেশি টাকায়। মোবাইল অপারেটরদেরকে বিষয়ে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিদেশগামী ভ্রমণকারীদের রোমিং সেবা গ্রহণ আরও সহজ করতে গ্রাহকদের কাছ থেকে রোমিং বিল সরাসরি টাকায় আদায় করতে পারবে মোবাইল অপারেটররা।

সার্কুলারে নির্ধারিত সীমার মধ্যে রয়েছে প্রতি বিদেশ ভ্রমণে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত রোমিং বিল দেওয়া যাবে, বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করা যাবে। একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করলেও গ্রাহকের সর্বোচ্চ বিল পরিশোধ সীমা অতিক্রম করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়েছেরোমিং পরিষেবা ভ্রমণের অন্তত এক সপ্তাহ আগে চালু করতে হবে, গ্রাহকের বৈধ ভিসা টিকিট থাকা বাধ্যতামূলক, অপারেটরদের বিদেশি নেটওয়ার্ক পার্টনারদের কাছে অর্থ পরিশোধেরও অনুমতি দেওয়া হয়েছে, তবে তা নির্ধারিত ব্যাংকিং নির্দেশনা অনুসারে করতে হবে।

রোমিং হলো এমন একটি মোবাইল পরিষেবা, যার মাধ্যমে গ্রাহক দেশের বাইরে থেকেও নিজের নম্বর ব্যবহার করে কল, মেসেজ এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন। সাধারণত এটি আন্তর্জাতিক মোবাইল নেটওয়ার্কগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়।

এতদিন পর্যন্ত রোমিং সেবা ব্যবহারের জন্য বাংলাদেশি গ্রাহকদের বৈদেশিক মুদ্রায় (যেমন: ডলার) অর্থ পরিশোধ করতে হতো। অনেকেরই আন্তর্জাতিক কার্ড না থাকায় এই সেবা গ্রহণে জটিলতা তৈরি হতো। এখন দেশি টাকায় বিল পরিশোধের সুযোগ চালু হওয়ায় এটি আরও সহজ সাশ্রয়ী হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য