তারকা হওয়ার জ্বালায় ভুগতে হয় প্রায় সব সেলিব্রিটিকেই। ভক্তদের ভালোবাসা অনেক সময়েই সীমা ছাড়িয়ে যায়। এমনই এক বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হলেন সর্বকালের অন্যতম সেরা জিমন্যাস্ট, সিমোনে বাইলস।
সম্প্রতি এনবিএ তারকা স্বামী জোনাথন আওয়েন্সের সঙ্গে হানিমুন শেষে দেশে ফিরে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন বাইলস। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খুব সহজেই আমাকে চটিয়ে দেওয়া যায় পাবলিক প্লেসে আমার গায়ে হাত দিয়ে।’
ঘটনার সূত্রপাত হয়, যখন এক ভক্ত সেলফি তুলতে গিয়ে তাঁর গায়ে হাত রাখেন। বাইলসের আপত্তি ছিল ভক্তের এমন আচরণের প্রতি। তারকারা প্রায়ই তাদের ব্যক্তিগত স্পেস রক্ষা করার দাবি জানান, কিন্তু ভক্তদের উচ্ছ্বাসে সেটি অনেক সময় উপেক্ষিত হয়।
এ ধরনের ঘটনা নতুন নয়। বছর ১২ আগে, গ্রেটার নয়ডায় ফর্মুলা ওয়ানে লুইস হ্যামিল্টনের সঙ্গে ছবি তুলতে গিয়ে এক ভারতীয় সাংবাদিক তাঁর কোমরে হাত রাখেন। হ্যামিল্টন তখনই হাত সরিয়ে নিতে বলেন। একইভাবে দিল্লির টেনিস স্টেডিয়ামে এক পুরুষ ভক্ত সানিয়া মির্জার সঙ্গে ছবি তুলতে গিয়ে অস্বস্তিকরভাবে কাছে চলে যান, যা সানিয়া অপছন্দ করেন।
তবে, কিছু তারকা স্বেচ্ছায় ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় কাঁধে বা পিঠে হাত রাখেন। যেমন, কলকাতার ময়দানে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে ভক্তদের ছবি তোলার সময় এমন দৃশ্য দেখা যায়। তবে, কারও আপত্তি থাকলে তা অবশ্যই সম্মান করা উচিত।
সম্প্রতি, মার্কিন স্প্রিন্টার গ্যাবি থমাসও জানিয়েছেন, এয়ারপোর্টে এক ব্যক্তি তাঁর হাত ধরে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির ডিগ্রির জন্য চেষ্টা করেননি। এ ধরনের ঘটনা তারকাদের নিরাপত্তা নিয়েও আশঙ্কার সৃষ্টি করে।
বাইলসের মতো একজন সম্মানিত ক্রীড়াবিদের ব্যক্তিগত স্পেসে অযাচিত হস্তক্ষেপ, ভক্তদের আচরণের সীমারেখা নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?