clock ,

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গত ডিসেম্বর মাসে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ২০ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।

উদ্ধারকৃত মালামাল মাদকদ্রব্য

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তে বিজিবি পরিচালিত অভিযানে মোট ২০,১৮,৩২,৫২৯ টাকা মূল্যের চোরাচালানী মালামাল মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে চোরাচালানী মালামালের মূল্য ১৯,৪৫,০৯,৬৭৯ টাকা এবং মাদকদ্রব্যের মূল্য ৭৩,২২,৮৫০ টাকা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:

মোবাইল ফোনের ডিসপ্লে: ১৬,১০০ পিস

সিটি গোল্ড চেইন: ,৩৭,৯৭৬ পিস

চশমা/সানগ্লাস: ২০,৫২৪ পিস

প্রসাধনী সামগ্রী: ৭৭,২০১ পিস

ইনজেকশন/ঔষধ: ৭৪,৪১৯ পিস

পাওয়ার ব্যাটারি: ৯৬,০০০ পিস

শাড়ি: ৫২৮ পিস

থ্রি-পিস: ১০০ সেট

হাজী রুমাল: ৩২,২০৩ পিস

সিগারেট: ,৩৯,৮০০ পিস

জর্জেট থান কাপড়: ,৫৪৮ মিটার

ডেন্টাল গার্ড: ৩৭,৩২০ পিস

চকলেট: ২৫,৬৫৫ পিস

ভারতীয় ওটস: ৪৬৩ কেজি

কিসমিস: ৩০০ কেজি

উলের শাল: ৮০ পিস

মোবাইল ফোন: ১২ পিস

রসুন: ৯৫ কেজি

চিনি: ১৫০ কেজি

বিজিবির প্রতিশ্রুতি

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ব্রাহ্মণবাড়িয়া মাধবপুর সীমান্ত দিয়ে কোনো চোরাচালানী মালামাল বা মাদকদ্রব্য যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে বিজিবি দিনরাত কাজ করছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে চোরাচালান রোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য