চীনের হুবেই প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঝাংজিয়াকু শহরের একটি সবজি মার্কেটে আগুন লেগে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে রয়টার্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।
হুবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের কিয়াওক্সি জেলার ওই মার্কেটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তেই বাজারের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?