‘বেঙ্গলি কমিউনিটি সিঙ্গাপুর”এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল (১৮ এপ্রিল) সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বৈশাখের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ, দুপুরে ভুড়ি ভোজন, সন্ধ্যার টিটবিটস এর পাশাপাশি বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। এতে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হবে। হবে বৈশাখী আড্ডা, স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন খেলার আয়োজন। Senja-Cashew Community Club এর Multipurpose Hall #02-01 এ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বন্ধু-পরিবার সহ অংশগ্রহণে সবাইকে সাদর আমন্ত্রণ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?