clock ,

গুড ফ্রাইডে উপলক্ষে মাইগ্র্যান্ট ওয়ার্কার’স সেন্টারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

গুড ফ্রাইডে উপলক্ষে মাইগ্র্যান্ট ওয়ার্কার’স সেন্টারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

গুড ফ্রাইডে উপলক্ষে আগামীকাল ( ১৮ এপ্রিল) Migrant Workers' Centre (MWCRC) এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। তামিল, বাংলা ও হিন্দি ভাষায় সঙ্গীত উপভোগের পাশাপাশি রয়েছে নৃত্য পরিবেশনা। রয়েছে stage games  এ অংশগ্রহণ করার সুযোগ। র‌্যাফেল ড্র বিজয়ীর জন্য রয়েছে ২,১৫০ মূল্যমানের আকর্ষণীয় পুরস্কার! সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হবে ৫১ সুন লি রোড (51 Soon Lee Road) এর MWC রিক্রিয়েশন ক্লাবে। প্রবাসীদের সাদর আমন্ত্রণ।


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য