clock ,

বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল

বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল

বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল বিশ্বকে চমকে দিয়ে গড়লেন অনন্য এক ইতিহাস। তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রায় শুরু করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন, তাও সবচেয়ে কম সময়ে, সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবং সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবেযা বিশ্বরেকর্ড।

শাকিলের এই অভাবনীয় অভিযানটির নাম ছিলসি টু সামিট তিনি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে যাত্রা শুরু করে ৯০ দিনের মধ্যেই জয় করেন এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উচ্চতা। প্রায় ,৩০০ কিলোমিটার পাড়ি দেওয়া এই অভিযান ছিল সম্পূর্ণ পদযাত্রাভিত্তিকঅর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত তিনি হেঁটেই পাড়ি দেন।


এই অভিযানে তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপের ১৯৯০ সালের রেকর্ড। ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে ,২০০ কিলোমিটার হেঁটে ৯৬ দিনে এভারেস্টে উঠেছিলেন। শাকিল সেই রেকর্ডকে ছাড়িয়ে মাত্র ৯০ দিনেই আরো দীর্ঘ পথ অতিক্রম করে এভারেস্ট জয় করেন।

সোমবার (১৯ মে) বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা শাকিলের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তার সফলতা নিশ্চিত করেন। তিনি জানান, শাকিল বর্তমানে ক্যাম্প-- অবস্থান করছেন। তবে তার সঙ্গে থাকা দল, শীর্ষ স্পর্শের সুনির্দিষ্ট সময় অন্যান্য বিস্তারিত এখনো জানা যায়নি যোগাযোগ সমস্যার কারণে।

ইকরামুল হক শাকিলের এই অর্জন শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের ইতিহাসেই এক বিরল মাইলফলক। তার এই অদম্য সাহস, শারীরিক মানসিক দৃঢ়তা, এবং স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা।

এই রেকর্ডকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হিমালয়ান ডেটাবেস এবং UIAA (International Climbing and Mountaineering Federation)-এর কাছে দাখিলের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য