clock ,

বিদেশি পর্যটককে গণধর্ষণ, ভারতে তোলপাড়

বিদেশি পর্যটককে গণধর্ষণ, ভারতে তোলপাড়

ভারত ভ্রমণে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। ২৭ বছর বয়সী ওই বিদেশির পাশাপাশি গণধর্ষণ করা হয়েছে স্থানীয় একটি হোম-স্টে' নারী মালিককেও। একই সঙ্গে ওই পর্যটক দলের সদস্য এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ভারত জুড়ে।  বৃহস্পতিবার রাত ১১টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ঘটনাটি ঘটে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের 'হাম্পি' সানাপুর লেকের কাছে। ঘটনাস্থল হাম্পি থেকে প্রায় চার কিলোমিটার দূরে। ওই ইসরায়েলি নারী পর্যটকের সাথে ছিলেন তার তিন পুরুষ বন্ধু। এর মধ্যে একজন যুক্তরাষ্ট্রের, বাকি দুজন ভারতীয়।  ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়া পর্যটন স্থল হাম্পিতে প্রতিবছরই অসংখ্য পর্যটক আসেন। বিশেষ করে বিদেশি পর্যটকের কাছে অত্যন্ত পরিচিত একটি পর্যটন স্থল হাম্পি।  

জানা গেছে, বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই হোম-স্টের ৩২ বছর বয়সী নারী মালিককে নিয়ে তারা চার পর্যটক বাইরে বেরিয়ে ছিলেন তারাখচিত রাতের আকাশ পরিদর্শনে। সানাপুর লেকের কাছেই টুঙ্গাভদ্র খালের পাড়ে খোলা আকাশের নীচে বসে পর্যটকদের কেউ গিটার বাজাচ্ছিলেন, বাকিরা তা উপভোগ করছিলেন। 

এসময় তিন যুবক বাইকে করে চেপে তাদের কাছে এসে পেট্রোল পাম্প'এর খোঁজ করেন। যদিও হোম-স্টের মালিক জানান এখানে ধারে কাছে কোন পেট্রোল পাম্প নেই। এরপরই বাইকে আসা ওই যুবকরা পর্যটক দলের কাছ থেকে অর্থ দাবি করেন। কিন্তু সেই রুপি দিতে অস্বীকার করায় অভিযুক্তরা পর্যটক দলটির উপরে হামলা চালায়। এক পর্যায়ে পর্যটক দলটিতে থাকা তিন পুরুষকে ঠেলে খালের পানির মধ্যে ফেলে দেয়া হয়। অন্যদিকে ওই ইসরাইলি নারীকে ধর্ষণ করার পাশাপাশি হোমস্টের নারী মালিককেও ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

পরে ওই খাল থেকে সাঁতরে পাড়ে এসে অভিযুক্ত হামলাকারীর হাত থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের বাসিন্দা ড্যানিয়েল এবং মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ। যদিও বিভাস নামে ওড়িশার বাসিন্দা অপর এক পুরুষ বন্ধু নিখোঁজ থাকেন। 

পরবর্তীতে স্থানীয় গঙ্গাবতী গ্রামীণ থানায় একটি অভিযোগের ভিত্তিতে 'ভারতীয় ন্যায় সংহিতা' ৩০৯()(চাঁদাবাজি), ৩১১ (হত্যা বা মারাত্মকভাবে আহত করার জন্য ডাকাতি), ৭০() (গণধর্ষণ), ১০৮ (খুনের চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তদন্তের জন্য ছয় পুলিশ সদস্যের একটি টিম গঠন করা হয় এবং তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। শনিবার ভোরে সানাপুর লেক থেকে বিভাসের লাশ উদ্ধার হয়। 

গণধর্ষণের শিকার হওয়া ওই বিদেশি নারীকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলছে দুই পুরুষ পর্যটকেরও।  কোপ্পালের পুলিশ সুপার আর এল আরাসিদ্দি জানান 'ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে ধরার জন্য ছয়টি বিশেষ টিম গঠন করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা, কারণ তারা সকলেই তেলেগু এবং কানাড়া ভাষায় কথা বলছিল। ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে এদিন সকালেও ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে অভিযান চালানো হয়। পুরো জায়গাটিকে কর্ডন-আপ করে রেখেছে পুলিশ। 

হাম্পির মতো একটি পর্যটন স্থলে পর্যটকদের উপর এই হামলার ঘটনায় নিরাপত্তার বিষয়টি যথেষ্ট প্রশ্নের মুখে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য