বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে শিক্ষার্থীরা এই মিছিল বের করেন। মিছিলটি ভিসি চত্বর হয়ে ঘুরে এসে আবার রোকেয়া হলের সামনে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ক্রমাগত বাড়ছে, যা প্রতিটি নারীর জন্য চরম উদ্বেগের বিষয়। তারা বলেন, যারা নারীদের অসম্মান করে, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এসময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”, “ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?