বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে জাতিসংঘ সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘ সর্বদা বাংলাদেশের পাশে থাকবে।"
শনিবার তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন।
পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক প্রধান হিসেবে তিনি আগে থেকেই রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত।
জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?