দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমপন্টিতে ডাকাতের গুলিতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে।
১৪ বছর ধরে ব্লুমপন্টিতে নিজ মালিকানায় দোকান চালাতেন কামরুল। বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী ডাকাত দল তাঁর দোকানে হামলা চালিয়ে মালপত্র লুট করে। যাওয়ার সময় কামরুলকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরুলের খালাতো ভাই মো. মামুন শুক্রবার ফোনে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ বছর দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল কামরুলের।
আগামী সপ্তাহে কামরুলের লাশ বাংলাদেশে আনার কথা রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?