পয়লা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শোভাযাত্রায় ব্যবহৃত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে এবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় অবস্থিত শিল্পীর বাড়িতে গতকাল মঙ্গলবার গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে পুড়ে গেছে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা, এবং ঘরের আসবাবপত্র।
মানবেন্দ্র ঘোষ অভিযোগ করেছেন, তিনি শুধু বাঘের মোটিফ বানিয়েছিলেন, আলোচিত মুখাকৃতির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, ‘আমি ও আমার পরিবার এখন জীবনের নিরাপত্তা নিয়ে ভীত। সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
স্থানীয়দের ধারণা, ঢাকার শোভাযাত্রায় আলোচিত মুখাকৃতি বানানোর অভিযোগেই মানবেন্দ্রের বাড়িতে এই হামলা চালানো হয়েছে। যদিও মানবেন্দ্র স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি শুধু মোটিফের একটি অংশ—বাঘের চিত্র তৈরিতে যুক্ত ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানিয়েছেন, ‘আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, ‘তদন্ত চলছে, অপরাধীর পরিচয় পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করা হবে। পাশাপাশি, জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পীর ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ করা হবে।
চিত্রশিল্পী
মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
চারুকলার বর্ষবরণ শোভাযাত্রার মোটিফ নির্মাণে নিয়মিত যুক্ত। এবারও তিনি সেখানে কাজ
করেন। বর্ষবরণের একদিন আগে ঢাকায় নির্মিত
‘ফ্যাসিবাদের প্রতীকী মুখাকৃতি’ পুড়িয়ে দেওয়া হয়েছিল, যা নতুন করে
নির্মাণ করে শোভাযাত্রায় স্থান
পায়।
মানবেন্দ্র ঘোষ ও সাবেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়।
এই হামলার ঘটনায় দেশের শিল্পীসমাজ ও সচেতন মহলে উদ্বেগ ও নিন্দা প্রকাশ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?