clock ,

স্ত্রীর সহায়তায় দীর্ঘ ১২ বছর পর কলম ধরলেন মাইকেল শুমাখার

স্ত্রীর সহায়তায় দীর্ঘ ১২ বছর পর কলম ধরলেন মাইকেল শুমাখার

দীর্ঘ ১২ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কোনও কাজ করলেন ফর্মুলা ওয়ান দুনিয়ার কিংবদন্তি চালক মাইকেল শুমাখার। ২০১৩ সালে ভয়াবহ স্কি দুর্ঘটনার পর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি তাঁকে। তখন থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং পরিবার তাঁর গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে এসেছে।

সম্প্রতি, শুমাখার তাঁর স্ত্রী করিনহা শুমাখারের সহায়তায় একটি হেলমেটে স্বাক্ষর করেছেন। এটি কোনও সাধারণ স্বাক্ষর নয়এই হেলমেটটি এক সময়ের ফর্মুলা ওয়ান সতীর্থ স্যার জ্যাকি স্টুয়ার্টের। ডিমেনশিয়া নিয়ে সচেতনতা বাড়ানো তহবিল সংগ্রহের লক্ষ্যে গঠিত স্টুয়ার্টের দাতব্য সংস্থার জন্য হেলমেটটি নিলামে তোলা হবে।

স্বাক্ষরের সময় পাশে ছিলেন করিনহা, যিনি শুমাখারকে কলম তুলে দেন এবং স্বাক্ষর করতে সাহায্য করেন। স্বাক্ষরে লেখা ছিল শুধু দুটো অক্ষর—‘MS’, যা মাইকেল শুমাখারের পরিচয়ের প্রতীক।

শুমাখারের স্বাক্ষরের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। অনেকে বলছেন, এই একটিমাত্র স্বাক্ষর যেন আশার আলো দেখিয়েছেপ্রিয় চ্যাম্পিয়ন এখনও আছেন, লড়াই করছেন, এবং পরিবারকে পাশে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

জ্যাকি স্টুয়ার্ট বলেন, “মাইকেলের এই অংশগ্রহণ আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। ডিমেনশিয়া এমন একটি রোগ, যার এখনও কোনও প্রতিকার নেই। এই উদ্যোগে মাইকেলের স্বাক্ষর তার মানুষ হিসেবে মানবিকতা বন্ধুত্বের প্রতিচ্ছবি। করিনহা ওকে যেভাবে পাশে থেকে সহায়তা করেছে, তাতে বোঝা যায়সব সেটের চ্যাম্পিয়ন এখনো আমাদের সঙ্গে আছেন।

২০১৩ সালের ডিসেম্বরে ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শুমাখার। সে সময় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয় এবং তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয় দীর্ঘ সময় ধরে। এরপর থেকে তিনি সুইজারল্যান্ডের লেক জেনেভার তীরে একটি বিশেষভাবে প্রস্তুতকৃত বাড়িতে চিকিৎসাধীন আছেন। সেখানে তাঁর জন্য গড়ে তোলা হয়েছে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থাচব্বিশ ঘণ্টা সেবায় নিয়োজিত রয়েছেন একদল দক্ষ চিকিৎসা কর্মী।

দুর্ঘটনার পর শুমাখারের পরিবার তাঁর ব্যক্তিগত গোপনীয়তা কঠোরভাবে বজায় রেখেছে। পরিবারের কয়েকজন সদস্য অতি ঘনিষ্ঠজন ছাড়া আর কারো সেভাবে দেখা করার সুযোগ নেই। তবু, এই একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে শুমাখার যেন আবারও জানিয়ে দিলেনতিনি লড়াইয়ে আছেন, এবং তাঁর আত্মবিশ্বাস এখনও অটুট।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য