clock ,

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় প্রবাসীর স্ত্রীকে জরিমানা

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় প্রবাসীর স্ত্রীকে জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন মাটি বিক্রির অপরাধে মনিরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৬ মার্চ) দুপুর ৪টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের কানাইরটেক গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরহাদ এবং ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সী।

অভিযানকালে ভেকু মেশিনের ব্যাটারি অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত মনিরা বেগম কানাইরটেক গ্রামের প্রবাসী মঞ্জু মৃধার স্ত্রী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, "ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খনন মাটি বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। কারণে মনিরা বেগমকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"তিনি আরও জানান, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন,"এভাবে ফসলি জমির মাটি কেটে নিলে কৃষির উৎপাদন কমে যাবে। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে কৃষি জমি রক্ষা পাবে।"

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য