দেশজুড়ে আলোচিত আছিয়া হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া, আমিই বাংলাদেশ’। সম্প্রতি প্রজাপতি টিভির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলোচিত এই ফিল্মটি।
জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা শিমুল সরকারের তত্ত্বাবধানে এবং শামীম মোহাম্মদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ফিল্মটি আছিয়ার নির্মম হত্যাকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেছে।
ফিল্মের গল্পে দেখানো হয়েছে, কীভাবে একজন মানুষ নিজের সন্তানের স্ত্রীর প্রতি কু-লালসায় অন্ধ হয়ে ভয়াবহ নির্যাতন চালায়। ছোট্ট আছিয়া বোনের বাড়িতে গিয়েও নিরাপত্তা পায়নি, বরং পাশবিক নির্যাতনের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারায়।
ওয়েব ফিল্মের উপদেষ্টা পরিচালক শিমুল সরকার বলেন, “আমরা এই ফিল্মের মাধ্যমে সমাজের বিকৃত মানসিকতার মানুষগুলোর মুখোশ উন্মোচন করতে চেয়েছি। আছিয়ার মতো আর কোনো নারী যেন এভাবে নির্যাতনের শিকার না হয়, সেটাই আমাদের মূল বার্তা।”
অভিনয়ে আছেন স্নোহোয়াইট, নাজিম হামিদ জয়, আরিফ, তাসরিন জাহান স্বপ্না, শিফাত বন্যা, লাখী আক্তার, আনোয়ার হোসেন। চিত্রনাট্য ও পরিচালনা শামীম মোহাম্মদ, উপদেষ্টা পরিচালক শিমুল সরকার, নির্বাহী প্রযোজক মোতাহার হোসেন জামিল, সম্পাদনা ও গ্রাফিক্স রতনুজ্জামান রত্ন , গীতিকার ও সঙ্গীত আসিফ নওয়াজ, ক্যামেরা পিসি মোকসেদুল ইসলাম, আর্ট ডিরেক্টর সিয়াম আহমেদ খাঁ।
১৫ মার্চ প্রজাপতি টিভির ইউটিউব চ্যানেলে ফিল্মটি বিনামূল্যে মুক্তি দেওয়া হয়েছে। দর্শকরা ফিল্মটি দেখে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা।
ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি ফিল্ম নয়, বরং সমাজের অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।
‘আমিই আছিয়া, আমিই বাংলাদেশ’ শুধু একটি ওয়েব ফিল্ম নয়, এটি আমাদের সমাজের অসুস্থ মানসিকতার বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?