বাংলাদেশের সিনেমার গানে এখন এক অবিচ্ছেদ্য নাম দিলশাদ নাহার কনা। তার অসংখ্য হিট গান এরই মধ্যে শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। সম্প্রতি তার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক সাড়া ফেলেছে। স্টেজ শোতেও কনা নিয়মিত পারফর্ম করেন তার জনপ্রিয় গানগুলো। এবার তিনি কণ্ঠ দিয়েছেন নতুন একটি সিনেমার গানে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন কনা। তার সঙ্গে প্রথমবার প্লে-ব্যাকে যুক্ত হয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত গায়ক রাজীব। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রমিত।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কনা ও রাজীব একসঙ্গে সিনেমার টাইটেল সংটি গেয়েছেন। সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া।
প্রথমবার কনার সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন,‘আমাদের বন্ধুত্বের সম্পর্ক ২০ বছরের। কনার সঙ্গে এই সম্পর্ক আত্মার মতো। ভাবতেই অবাক লাগে, আমরা এতদিনে একসঙ্গে কোনো গান করিনি, না আধুনিক, না সিনেমার। "স্বপ্নে দেখা রাজকন্যা" গানের কথা ও সুর খুবই সুন্দর। আশা করি গানটি সবার ভালো লাগবে। ধন্যবাদ এ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’
গানটি নিয়ে কনাও আশাবাদী। তিনি বলেন,‘সিনেমার গানের জন্য রাজীবের কণ্ঠ সবসময় পারফেক্ট। আমরা অনেক দিন ধরেই তা অনুভব করতাম। রাজীব ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় গান করেছে। তার কণ্ঠ সিনেমার গানে আরো বেশি কাজে লাগানো উচিত। এই গানে আমাদের প্রথম একসঙ্গে গাওয়া হয়েছে। গানটি খুব সুন্দর হয়েছে, আর আমি এ নিয়ে বেশ আশাবাদী।’
‘স্বপ্নে দেখা রাজকন্যা’ গানের মাধ্যমে দুই জনপ্রিয় শিল্পীর যুগলবন্দি শ্রোতাদের জন্য দারুণ এক উপহার হয়ে উঠবে বলে আশা করা যায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?