গত ১৩ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী মহোদয়ের সাথে সিঙ্গাপুর প্রবাসী প্রতিনিধিবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায়, সিঙ্গাপুর প্রবাসীদের বিভিন্ন সমস্যা, জটিলতা ও উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় কয়েকটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মতামত, সমাধান ও প্রস্তাবনাগুলি তুলে ধরা হয়েছে। সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাহলো— নতুন বিদেশগামীদের জন্য বাংলাদেশে ওভারসিস ট্রেনিং সেন্টার ও এজেন্টদের অতিরিক্ত এজেন্সি ফি আদায়; বাধ্যতামূলক আইপিএ সত্যায়ন পদ্ধতি বাতিল অথবা অনলাইন সিস্টেম চালু করা; বিমান টিকেট সিন্ডিকেট ও অতিরিক্ত ভাড়া আদায়; বাংলাদেশ হাই কমিশনের সেবার মান উন্নতিকরণ; পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সংশোধনের জটিলতা নিরসন, কোন প্রবাসীকে যেন পাসপোর্ট জটিলতার কারণে দেশে ফিরে না যাওয়া লাগে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা; সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা; নতুন /পুরাতন যে সকল শ্রমিকের আইপিএ অকারণে রিজেক্ট হচ্ছে সেটির সমাধান করা; ইমিগ্রেশনে প্রবাসীদের হয়রানি না করা এবং সম্মান প্রদর্শন করা; বিদেশে শ্রমিকদের মরদেহ দেশে নেওয়ার ব্যবস্থা করা এবং মন্ত্রণালয় দ্বারা তাদের পরিবারের প্রাপ্য অর্থ পেতে হয়রানি না হওয়া; প্রবাস ফেরত শ্রমিকদের অসুস্থতার জন্য বাংলাদেশ সরকার কতৃর্ক ফান্ডিং ব্যাবস্থা চালু করা; মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রবাসীদের পক্ষ থেকে একটি খোলা চিঠি প্রেরণ। মাননীয় দূত প্রবাসীদের সব সমস্যাগুলো আন্তরিকতার সাথে শোনেন এবং বিষয়গুলো প্রধান উপদেষ্টা এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে উপস্থাপন ও সমাধানের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?