clock ,

প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু

প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে এই ফেরি চলাচলের উদ্বোধন সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

উল্লেখযোগ্য যে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট থেকে ফেরি করে সন্দ্বীপে যাত্রা করবেন উপদেষ্টারা, এবং সেখানে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে এই ফেরি সেবার মাধ্যমে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত ফেরি চলাচল করবে, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য