বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদে জার্মানির বার্লিন শহরে প্রবাসী বাঙালিরা মানববন্ধন করেছেন। রোববার বার্লিনের বান্ডেনবুর্গ তোরণের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, সাম্প্রতিক কালে বাংলাদেশে নারীদের ওপর সহিংসতা যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। দেশে নারীরা নির্যাতন এবং ধর্ষণের শিকার হচ্ছেন, এবং অনেক জায়গায় নারীরা চলাফেরা করতে নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন।”
জার্মানিতে বসবাসরত বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন এবং বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা নারীদের নিরাপত্তার দাবিতে নানা প্ল্যাকার্ড ও স্লোগান তুলে ধরেন।
এ ধরনের মানববন্ধন বাংলাদেশে নারীদের নিরাপত্তার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?