নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে আবারো অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আজ সকালে উপজেলার পূর্বাচল ৫ নং সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়।গত কয়েকদিন ধরেই পূর্বাচল থেকে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। এর ফলে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে পূর্বাচল এলাকাটি।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার সকাল ৮ টার দিকে পূর্বাচল উপশহর ৫ নং সেক্টর গুতিয়াব এলাকায় গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ ও দুটি ছুরি জব্দ করে। ধারণা করা হচ্ছে ছুরি দুটি নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে। এখনো লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে। পু্লিশ মৃতার নাম পরিচয় জানার চেষ্টা করছে করছে বলেও জানান রূপগঞ্জ থানার ওসি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?