clock ,

পানামা খালে টোল ছাড় পাবে মার্কিন জাহাজ

পানামা খালে টোল ছাড় পাবে মার্কিন জাহাজ

মার্কিন সরকারি জাহাজগুলো পানামা খাল দিয়ে বিনা টোলে চলাচল করতে পারবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র সরকারের বার্ষিক ব্যয়ের কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। খবর এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়, এটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পানামা খাল সংক্রান্ত প্রতিশ্রুতির প্রথম আনুষ্ঠানিক বাস্তবায়ন। এর আগে, রোববার ( ফেব্রুয়ারি) পানামা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময় রুবিও বলেছিলেন, পানামা যুক্তরাষ্ট্রের জাহাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে।

আলোচনায় রুবিও পানামা কর্তৃপক্ষকে জানান, পানামা খাল রক্ষায় মার্কিন উপস্থিতি নেতিবাচক বার্তা দেয় না, বরং এটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। তিনি আরও বলেন, মার্কিন জাহাজগুলোর জন্য টোল আরোপ করাও যুক্তিযুক্ত নয়।

নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরুদ্ধারে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প রুবিও উভয়েই পানামা খালে চীনের বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পানামা সরকার চীনের কার্যক্রম নিয়ে এসব অভিযোগ অস্বীকার করেছে।

পানামা খালের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে। শুক্রবার বিষয়ে ফের আলোচনায় বসবে পানামা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য