রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া, আগামীকাল তাকে নির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে, গ্রেপ্তারের কিছুক্ষণ আগেই জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রজনতা সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক বিষয়ে নিয়মিত মতামত প্রকাশ করতেন তিনি। বিশেষ করে, গত ৫ আগস্টের পর থেকে তিনি সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মা তহুরা আলী, যিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে অবস্থিত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?