clock ,

  ব্রেকিং নিউজ
clock
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে

আফগানিস্তানের খোস্ত প্রদেশে ফের পাকিস্তানের সীমান্ত রক্ষীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। এতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার খামা প্রেসের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে খামা প্রেস বলছে, খোস্ত প্রদেশের আলি শের এবং জাজিয়া ময়দান জেলায় তালেবান বাহিনী ও পাকিস্তান সীমান্ত রক্ষীদের সংঘর্ষ হয়েছে। এসব অঞ্চল বিতর্কিত ডুরান্ড লাইনে অবস্থিত।

তবে সর্বশেষ এই সংঘাত নিয়ে উভয় দেশের কোনো কর্মকর্তাই মুখ খুলেনি। এ ছাড়া এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। 

দেশ দুইটির বাহিনীর মধ্যে ক্রমাগত সংঘাতের ফলে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, দেশ দুইটির মধ্যে সম্পর্কে তলানির দিকে যাচ্ছে।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অতর্কিত বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে নারী ও শিশুও ছিল।  

পাকিস্তানের সামরিক বাহিনীও হামলার তথ্য নিশ্চিত করে দাবি করেছে যে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এসব অভিযান চালিয়েছে।

এসব হামলার জবাবে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এরপর থেকে দেশ দুইটির মধ্যে উত্তেজনা চলছেই।  

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য