clock ,

  ব্রেকিং নিউজ
clock
জঙ্গল থেকে ৫ দিন পর ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার

জঙ্গল থেকে ৫ দিন পর ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ঘটনাটি জিম্বাবুয়ের মাতুসাডোনা গেম পার্কে। সেখানে আট বছরের এক শিশু, টিনোতেন্ডা পুডু, সিংহ ও হাতিতে ভরা বিপজ্জনক জঙ্গলে হারিয়ে যায়। পাঁচ দিন পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

ম্যাশোনাল্যান্ড পশ্চিমের সংসদ সদস্য মুতসা মুরোম্বেজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, টিনোতেন্ডা তার বাড়ি থেকে ২৩ কিলোমিটার দূরে এই পার্কে হারিয়ে যায়। স্থানীয় নায়ামিনিয়ামি সম্প্রদায়ের সদস্যরা শিশুটিকে খুঁজতে অনুসন্ধান শুরু করেন। প্রতিদিন পার্কের বাইরে ড্রাম বাজিয়ে টিনোতেন্ডার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।

মাতুসাডোনা গেম পার্কে প্রায় ৪০টি সিংহ রয়েছে। আফ্রিকান পার্কসের তথ্য অনুযায়ী, একসময় এটি আফ্রিকার সবচেয়ে বেশি সিংহ অধ্যুষিত এলাকা ছিল।

পঞ্চম দিনে টিনোতেন্ডা পার্কের ভেতরে রেঞ্জারদের গাড়ির শব্দ শুনে সেদিকে দৌঁড়ায়। তবে অল্পের জন্য সে গাড়িটিকে মিস করে। সৌভাগ্যক্রমে, রেঞ্জাররা ফিরে এসে মাটিতে তার তাজা পায়ের ছাপ দেখতে পান। এরপর দলটি নতুন উদ্যমে শিশুটিকে খুঁজতে শুরু করে এবং অবশেষে তাকে খুঁজে পায়।

মুতসা মুরোম্বেজি জানান, টিনোতেন্ডা তার বন্য পরিবেশে বেঁচে থাকার জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে এই পাঁচ দিন টিকে ছিল। সে বন্যফল খেয়ে এবং পানির জন্য শুকনো নদীর তলদেশে একটি লাঠি দিয়ে ছোট কূপ খনন করে পানি সংগ্রহ করেছিল। রাতে সে পার্কের উঁচু পাথরের খাঁজে ঘুমাতো।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য