clock ,

  ব্রেকিং নিউজ
clock
ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

২০২৪ সালের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছে বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে পেস বোলার কোটায় জায়গা পেলেন তাসকিন আহমেদ। একমাত্র বাংলাদেশি হিসেবে তাসকিন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে। এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের। ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার চারজন, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে। 

২০২৪ সালে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ। যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট নেন এই টাইগার পেসার। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, লিয়াম লিভিংস্টোন, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য