clock ,

নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে ওড়েন মারুফ

নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে ওড়েন মারুফ

ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের যুবক মারুফ মোল্লা নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়ে পুরো এলাকাকে অবাক করে দিয়েছেন। চরবিষ্ণুপুর ইউনিয়নের এই তরুণের আকাশে উড়ার স্বপ্ন ছিল শৈশব থেকেই। ছোটবেলায় পাখির মতো আকাশে উড়ার কল্পনা মনের গহীনে বুনে নিয়েছিলেন, তবে আর্থিক সীমাবদ্ধতা ছিল তার স্বপ্নপূরণের প্রধান বাধা। তবে মারুফ থেমে থাকেননি।

নিজের দৃঢ় সংকল্পের কারণে একসময় তিনি সিদ্ধান্ত নেন, নিজেই তৈরি করবেন উড়ার জন্য যন্ত্র। ইন্টারনেট ঘেঁটে প্যারাগ্লাইডার সম্পর্কে ধারণা নিয়ে প্রথমে রিমোট কন্ট্রোল প্রটোটাইপ প্যারামোটর তৈরি করেন, যদিও তা সফল হয়নি। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে যান এবং তৈরি করেন একটি মানুষবাহী প্যারাগ্লাইডার। প্রথম দিকে ভারসাম্য রাখতে সমস্যা হলেও ধীরে ধীরে তিনি সফল হন। অবশেষে তার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হয়তিনি সত্যিই আকাশে উড়েন।

এখন প্রায়ই তাকে নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়তে দেখা যায়। তার এই দৃশ্য দেখতে প্রতিদিন শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। গ্রামের মাঠে, আকাশে এবং মানুষের চোখে তখন শুধু বিস্ময় আর প্রশংসা। তার অদম্য প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তির গল্প এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে।

বর্তমানে মারুফ মোল্লা এলাকার আলোচনার কেন্দ্রে। তার উদ্যম এবং আত্মবিশ্বাসে মুগ্ধ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের হাজারো মানুষও। মারুফ বলেন, “যদি সরকার বা উদ্যোক্তাদের পক্ষ থেকে সহযোগিতা মেলে, তাহলে ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনী যন্ত্র তৈরি করে দেশকে চমকে দিতে চাই।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য