এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র, ভোজ্যতেল কারখানা এবং ১১৪৯ শতাংশ জমি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ রোববার একটি বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখায় এই নিলামের ডাক দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ করপোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), আরেক পরিচালক হালিমা বেগম, স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক, স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান, পরিচালক এখলাসুর রহমান, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের কাছ থেকে ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ২,১৭৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা আদায়ের উদ্দেশ্যে নিলাম ডাকানো হয়েছে।
এটি ব্যাংকের দফতরের আইন অনুযায়ী সম্পত্তি বন্ধকী রেখে আদায় পরবর্তী ক্ষতিপূরণ এবং অন্যান্য খরচ আদায়ের জন্য প্রক্রিয়া চালানো হচ্ছে। এর আগে, ২০ এপ্রিল, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা ৯,৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ের জন্য এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দিয়েছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?