clock ,

জন সিনার হাতে বাংলাদেশের পতাকা তুলে দিলেন শাবাব তাশরিফ জামান

জন সিনার হাতে বাংলাদেশের পতাকা তুলে দিলেন শাবাব তাশরিফ জামান

বিশ্বখ্যাত রেসলিং তারকা জন সিনার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে দিলেন এক বাংলাদেশি তরুণ, শাবাব তাশরিফ জামান। আবেগঘন এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন তিনি।

শাবাব তাশরিফ জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের বাসিন্দা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপনের একমাত্র ছেলে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি ডব্লিউডব্লিউই ইভেন্টে জন সিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাবাব। সময় তিনি জন সিনার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন। সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিষয়ে শাবাব বলেন, “জন সিনার সঙ্গে দেখা করার সময় আমি আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলি। তখন জন সিনা আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘Young man, please don't cryএটি আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তার হাতে বাংলাদেশের পতাকা তুলে দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত।

তিনি আরও জানান, ওই অনুষ্ঠানে তিনিজন সিনা ফেয়ারওয়েল ট্যুর ২০২৫লেখা টি-শার্ট পরে অংশ নেন। সিনার এই বিদায়ী সফর ২০২৫ সালের মধ্যে বিশ্বের ৩৬টি স্থানে অনুষ্ঠিত হবে। রেসলম্যানিয়া ৪১- কোডি রোডসকে হারিয়ে জন সিনা ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রিক ফ্লেয়ারের রেকর্ড ভেঙেছেন। ডিসেম্বরে নির্ধারিত শেষ ম্যাচের মাধ্যমে সিনার কিংবদন্তি ক্যারিয়ার শেষ হবে।

শাবাবের বাবা কামরুজ্জামান চৌধুরী স্বপন বলেন, “আমার ছেলে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরেছে, এটি আমাদের জন্য অপরিসীম গর্বের বিষয়। প্রবাসেও দেশের প্রতি ভালোবাসা সম্মান বজায় রাখা সম্ভবশাবাব তা প্রমাণ করেছে।

বিষয়ে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, “শাবাব তাশরিফ জামান আমাদের জেলার গর্ব। তার এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শাবাবের এই উদ্যোগ বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য