ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মিশা আগারওয়াল মাত্র ২৪ বছর বয়সে রহস্যজনকভাবে মারা গেছেন। গত ২৫ এপ্রিল, নিজের জন্মদিন পালনের একদিন আগেই এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে নিজেই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই আকস্মিক প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মিশা সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছিল। মূলত হাস্যরসাত্মক ভিডিও তৈরির মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তার প্রায় প্রতিটি ভিডিওই অল্প সময়ের মধ্যেই ভাইরাল হতো।
মিশার জন্মদিন ছিল ২৬ এপ্রিল। বেঁচে থাকলে এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর ২৫ বছরে পা দিতেন। তবে তার আগেই থেমে গেল তার জীবন।
মিশার বাবা-মা এক আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানান, "ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগারওয়াল আর আমাদের মাঝে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালোবেসেছেন এবং সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, মিশাকে আপনারা আপনাদের স্মৃতিতে চিরস্থায়ী করে রাখুন।"
তবে মিশার মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মিশার ভক্তরা শোক ও সমবেদনা জানাচ্ছেন। তার এই অকাল প্রয়াণে অনলাইন দুনিয়ায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?