clock ,

নামাজ শেষে সুসংবাদ পেলেন প্রবাসী জাহাঙ্গীর

নামাজ শেষে সুসংবাদ পেলেন প্রবাসী জাহাঙ্গীর

কপাল খুলতে সময় লাগে নাঠিক এমনটাই হলো সংযুক্ত আরব আমিরাতে থাকা এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের জীবনে। আবুধাবির বিখ্যাতবিগ টিকিটলটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন জাহাঙ্গীর আলম (৪৪), যিনি পেশায় একজন জাহাজ নির্মাণশ্রমিক।

জাহাঙ্গীর গত তিন বছর ধরে লটারি কিনছিলেন। সর্বশেষ তিনি এবং তার আরও ১৪ জন বন্ধু মিলে গত ১১ ফেব্রুয়ারি একটি টিকিট কেনেন। সোমবার ( মার্চ) বিগ টিকিটের ড্র অনুষ্ঠিত হয়, যেখানে জাহাঙ্গীরের নম্বর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

ড্র অনুষ্ঠিত হওয়ার সময় জাহাঙ্গীর ছিলেন নামাজে। তখন বারবার তার ফোন বেজে উঠছিল, কিন্তু তিনি কিছুই জানতেন না। পরে এক বন্ধুর কাছ থেকে বিজয়ের খবর শুনে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান। প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন বিগ টিকিট কর্তৃপক্ষের কল পেলেন, তখন নিশ্চিত হলেনএটা স্বপ্ন নয়, বাস্তব!

পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত জাহাঙ্গীর বলেন, "নামাজের সময় সুসংবাদ এলো। আমি বিশ্বাস করি, এটা শুধু আমার জন্য নয়, আমাদের ১৪ জনের জন্য এক বিশেষ রহমত।" পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি জানান, বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকের জীবন কাটানো এই ১৪ জন এখন সংযুক্ত আরব আমিরাতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

বিগ টিকিটলটারির র‌্যাফেল ড্র আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। এই লটারিতে মিলিয়ন দিরহাম জয়ের পাশাপাশি ল্যান্ড রোভার, বিএমডব্লিউ এবং করভেটসের মতো স্বপ্নের গাড়ি জেতার সুযোগ থাকে। প্রতি মাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং অনলাইনে বা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য