clock ,

বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান

বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান

গুম সংক্রান্ত তদন্ত কমিশন বগুড়া পুলিশ লাইনে একটি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে, যেখানে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। কমিশনের সদস্য নূর খান মঙ্গলবার ( মার্চ) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

নূর খান বলেন, "পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা অত্যন্ত বিস্ময়কর। এটি বগুড়ায় পাওয়া গেছে এবং আমাদের ধারণা, ধরনের বন্দিশালা আরও থাকতে পারে।"

তিনি আরও জানান, এই বন্দিশালাগুলো গত ১০-১২ বছরে তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন জেলা থেকে লোকদের এনে আটকে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এমনকি সেখানে মৃত্যুর ঘটনাও ঘটে থাকতে পারে।

৩৩০ জন গুম হওয়া ব্যক্তির সন্ধান চলছে

সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের শিকার হয়ে নিখোঁজ ৩৩০ জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য অনুসন্ধান চলছে।

এছাড়া, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ ভারতের কারাগারে আছে কিনা, তা তদন্ত করছে কমিশন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশি বন্দিদের তালিকা চাওয়া হয়। ভারত ,০৬৭ জন বন্দির তালিকা দিয়েছে, যা যাচাই করা হচ্ছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, "ভারত আরও তালিকা দেবে, আমরা যাচাই করে দেখছি, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কেউ সেখানে আছে কিনা।"

আয়নাঘরের ভয়াবহতা প্রকাশ্যে

এর আগে আয়নাঘরনামে বিশেষ বন্দিশালার তথ্য ফাঁস হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন শ্রেণির মানুষকে ধরে নিয়ে গোপন স্থানে আটকে রাখত। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু নিখোঁজ ব্যক্তি ফিরে এসে আয়নাঘরের ভয়াবহতার বর্ণনা দেন।

১২ ফেব্রুয়ারি গুম তদন্ত কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি সাংবাদিক ভুক্তভোগীদের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেন।

এই গোপন বন্দিশালাগুলো নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য