clock ,

দ্বিধাহীন চিত্তে

দ্বিধাহীন চিত্তে

মনে হয় না আর সুন্দর কোনো ফুল ফুটবে,

শুধু আজাইরা হৈচৈ সয় না দেরি এক মুহূর্ত

অথচ সারা বাড়ি রটানো হচ্ছে প্রায়-

বাগানে বড় একটি গোলাপ ফুটেছে !

 

কেউ মিথ্যা রটায়কেউ না জেনে চুপচাপ,

কেউ কেউ জেনে বুঝেই করছে মহাপাপ।

তোমরা আনমনে বলো এতেই মনটা খুশি,

যদি না থাকে উঁচু সিঁড়িতে ওঠার শক্ত মই।

চোখ বুজে বুকের কম্পনে হাত রেখেই বলো-

দ্বিধাহীন চিত্তে একনিষ্ঠ সমর্থন আছে কি সবার?

 

কষ্টের যাঁতাকলে নিম্নমানে পতিত জীবন,

ফুরায় না অযথা চাপ আর অসহ্য নির্যাতন।

তবু দিন যায় বছর যায়নিয়তির রিজিক মেপে;

যখন যেমনতখন তেমনএখন আর অধৈর্য নই !

 

জীবন সংসারে ছন্দরা বহুবিধ হারানোর পথে,

তাই ভুলে গেছি পাওয়ার আশা নিরবে নিভৃতে !

একরকম বুঝেই গেছি অনেকটা প্রায় -

সব নদীতে যেমন সবসময়ই জোয়ার আসে না,

ঠিক তেমনি সব ঋতুতে সব গাছেই ফুল ফোটে না।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য