clock ,

দেড় দশক পর কূটনৈতিক বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ

দেড় দশক পর কূটনৈতিক বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ

প্রায় দেড় দশক পর বাংলাদেশ পাকিস্তান সরাসরি কূটনৈতিক আলোচনায় বসছে।আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের পররাষ্ট্র দফতর পরামর্শ বা এফওসি বৈঠক। 

এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার ঢাকায় পৌঁছাবেন এবং তিনি পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের পক্ষের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। বৈঠকটি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এফওসি-তে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকবে না, তবে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দীর্ঘ সময় পর এমন বৈঠক হওয়ায় আলোচনা বিস্তৃত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় এবং তুলার মতো কিছু পণ্য কম দামে রফতানির সম্ভাবনা দেখছে। এছাড়া, পাকিস্তান আফগানিস্তান ইরান থেকে পণ্য পরিবহন করার একটি প্রবেশদ্বার হতে পারে, যা বাংলাদেশের আমদানির নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

হাইকমিশনার আরও জানান, পাকিস্তানের দুটি বেসরকারি এয়ারলাইন বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে। এর মধ্যে ফ্লাই জিন্নাহ ঢাকায় কার্যক্রম শুরু করতে প্রস্তুত, এবং এয়ার সিয়াল ইতোমধ্যে অনুমোদনের জন্য আবেদন করেছে। অনুমোদন পেলে, দুই মাসের মধ্যে ফ্লাইট চালু হতে পারে।

তিনি মনে করেন, এই বিমান যোগাযোগ শুধুমাত্র বাণিজ্য নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং পর্যটনও বৃদ্ধি করবে।

দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে, হাইকমিশনার বলেন, ‘বিশ্বের অনেক দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই এমন বিষয় থাকে, তবে বর্তমান সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব বিষয় বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।

গত বৃহস্পতিবারের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। এটি ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হবে, তবে তার সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, বাংলাদেশ পাকিস্তানের সর্বশেষ এফওসি বৈঠকটি ২০১০ সালে হয়েছিল, এরপর দীর্ঘ সময় পর আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে।

 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য