clock ,

উত্তরপ্রদেশে প্রকাশ্যে নারীর হিজাব টেনে হেনস্তা, অভিযুক্ত ৬ জন গ্রেপ্তার

উত্তরপ্রদেশে প্রকাশ্যে নারীর হিজাব টেনে হেনস্তা, অভিযুক্ত ৬ জন গ্রেপ্তার

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে প্রকাশ্যে এক নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনাটি ঘটে মুজাফফরনগরের খালপাড় এলাকায়। 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ফারহিন (২০) তার সহকর্মী শচীন উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন। ঋণের কিস্তি সংগ্রহ শেষে তারা মোটরসাইকেলে ফিরছিলেন। পথে -১০ জনের একটি দল তাদের ঘিরে ধরে মারধর করে এবং ফারহিনের হিজাব টেনে খুলে ফেলে।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ফারহিনের হিজাব জোর করে খুলছেন, অন্যরা গালিগালাজ শারীরিকভাবে নির্যাতন করছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফারহিন শচীনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার রাজু কুমার সাও জানান, ভিডিও ফুটেজের ভিত্তিতে ইতোমধ্যে জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।কাউকে ছাড় দেওয়া হবে না,” বলেন সাও।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য