clock ,

দুবাইয়ে ভালোবাসা ও অন্তর্ভুক্তির নতুন ঠিকানা ‘ক্যাফে ২১’

দুবাইয়ে ভালোবাসা ও অন্তর্ভুক্তির নতুন ঠিকানা ‘ক্যাফে ২১’

দুবাইয়ের প্রাণকেন্দ্রে একটি ছোট্ট ক্যাফেনাম ক্যাফে ২১ধীরে ধীরে হয়ে উঠেছে ভালোবাসা, অন্তর্ভুক্তি এবং মানবিক মর্যাদার এক শক্তিশালী প্রতীক। ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত এই ক্যাফে শুধু চা-কফি নয়, পরিবেশন করে সহানুভূতির নির্ভেজাল স্বাদ।

সম্প্রতি এই ক্যাফেতে যান ২২ বছর বয়সী ভারতীয় তরুণী আমান্ডা ডিসিলভা, যিনি নিজে একজন ফ্যাশন মডেল এবং একটি বইয়ের দোকানে ইন্টার্ন। ক্যাফে ২১-এর উষ্ণ পরিবেশ কর্মীদের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যান তিনি। বললেন, “আমি এই জায়গাটা ভালোবাসি। আবার আসব, শুধু খেতে নয়, তাদের পাশে থাকতে।আমান্ডা এখন অ্যাপলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেনপ্রেরণা পেয়েছেন এখান থেকেই।

তার মা খালিজ টাইমসকে বলেন, “সমাজে প্রকৃত অন্তর্ভুক্তি তখনই সম্ভব, যখন আমরা দৃঢ়প্রতিজ্ঞ মানুষদের কর্মদক্ষতাকে স্বীকৃতি দিই। এমন আরও উদ্যোগ দরকার।

এই ক্যাফে শুধু আমান্ডাকেই নয়, আকৃষ্ট করছে নানা প্রান্তের মানুষকে। দর্শনার্থীরা ছবি, ভিডিও, আর অভিজ্ঞতার গল্প শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়, যা পরিণত হয়েছে এক নীরব সচেতনতা আন্দোলনে।

ক্যাফে ২১ প্রমাণ করছেসীমাবদ্ধতা নয়, সম্ভাবনার নামই মানুষ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য