clock ,

আদানি বিদ্যুৎ চুক্তিতে ৪০ কোটি ডলারের শুল্ক ফাঁকি: অনুসন্ধানে দুদক

আদানি বিদ্যুৎ চুক্তিতে ৪০ কোটি ডলারের শুল্ক ফাঁকি: অনুসন্ধানে দুদক

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানি সংক্রান্ত চুক্তিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ শুল্ক কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ইতিমধ্যে রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

দুদকের অনুসন্ধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব এবং তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস। চুক্তির সময় তাঁর ভূমিকা পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদেরযোগসাজশখতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

জাতীয় রাজস্ব বোর্ডের আগের এক তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই নাগাদ আদানি গ্রুপ থেকে আমদানিকৃত বিদ্যুতের বিপরীতে প্রায় ৩৯ কোটি ৭৩ লাখ ডলার শুল্ক কর ফাঁকি দেওয়া হয়। রিপোর্টে উল্লেখ রয়েছে, চুক্তির সময় এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে একতরফাভাবে আদানিকে শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযোগ সত্য হলে তা হবে বিদেশি বিনিয়োগের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটের একটিবিপজ্জনক নজির

দুদকের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও, বিষয়টি নিয়ে শিগগিরই উচ্চপর্যায়ে জিজ্ঞাসাবাদ জবাবদিহি কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য