সৌন্দর্যের পেছনে ছুটে জীবনের ছন্দ হারালেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিকটকার জোলেন ডসন। চেহারায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে গিয়ে তিনি কেবল তার মুখের স্বাভাবিক গঠন হারাননি, ব্যয় করেছেন প্রায় ৯.৫ লাখ টাকা, পাশাপাশি ভেঙে পড়েছেন মানসিকভাবেও।
২৯ বছর বয়সী জোলেন গালের আকার পরিবর্তন এবং নাকের ছিদ্র বড় করার উদ্দেশ্যে কৃত্রিম প্লাস্টিক প্রসাধন প্রক্রিয়ায় অংশ নেন। কিন্তু সফলতার আশায় শুরু করা এই পরিবর্তন তার জন্য ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়। অপারেশনের পরেই মুখে ফোলাভাব, অসহ্য যন্ত্রণা এবং গঠনগত বিকৃতি দেখা দেয়, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। বাধ্য হয়ে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
ডসনের এই অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে প্লাস্টিক সার্জারির নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে বিতর্ক জোরালো করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সৌন্দর্যের আদর্শ যে চাপ সৃষ্টি করছে, তা অনেক তরুণ-তরুণীকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ঠেলে দিচ্ছে।
এ প্রসঙ্গে ডসন এক ভিডিও বার্তায় বলেন, “আমি চেয়েছিলাম একটু সুন্দর হতে, কিন্তু এখন আয়নায় তাকাতেই ভয় লাগে।”
এই ঘটনার পর তিনি রূপচর্চা ও সার্জারির ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?