clock ,

কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে মদনমোহন রোডে অবস্থিত 'ঋতুরাজ' হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। অনেকেই প্রাণ বাঁচাতে ছাদে উঠে যান বা নিচে ঝাঁপ দেন। কার্নিস থেকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, বাকিরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান।

রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা দল। উদ্ধার কাজে ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার। রাতভর অভিযান চালিয়ে প্রায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

যদিও হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল, কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা।

আগুন নিয়ন্ত্রণে এলেও হোটেল থেকে একে একে উদ্ধার হয় মরদেহগুলো। ঘটনার পর থেকেই হোটেলটির মালিক পলাতক।

ঘটনাস্থলে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কলকাতায় একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১০ সালে স্টিফেন কোর্টে আগুনে ৪৩ জন ২০১১ সালে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ৯৩ জন নিহত হন।

কলকাতার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য