বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাইলে তিস্তার ন্যায্য পানি দিতে হবে এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে রংপুর বিভাগের পাঁচ জেলায় ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লালমনিরহাট-রংপুর তিস্তা দ্বিতীয় সড়ক সেতু সংলগ্ন রেলওয়ে সেতুর পাশে আয়োজিত কর্মসূচির মঞ্চ থেকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আন্দোলনের অংশ হিসেবে তিস্তার বুকে মঞ্চ তৈরি, খাবারের ব্যবস্থা ও তাঁবু টানিয়ে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।
ভারত আমাদের ন্যায্য পানি দেয় না, অথচ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তিস্তা রক্ষার আন্দোলন আজ থেকে শেষ হবে না, এটি দীর্ঘমেয়াদে চলবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিই নিরপেক্ষ হয়, তাহলে ভারতের কাছে তিস্তার পানি চাইতে হবে এবং দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। ভোট হলে দেশে চলমান অস্থিরতা কমবে এবং জনগণ তাদের দাবি সংসদে তুলে ধরতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, “ঠেলার নাম বাবাজি!” কর্মসূচি ঘোষণার ৬০ দিন পর ভারত পানি ছাড়তে বাধ্য হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?