চার দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
পরে জানা যায়, তামিম দুবার হার্ট অ্যাটাকের শিকার হন। হার্টে ব্লক ধরা পড়লে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি রিং পরানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ (শুক্রবার) দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
গতকাল (বৃহস্পতিবার) এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তামিমের ধূমপান নিয়ে খোলামেলা মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
আজ শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফেরার পর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা আরেকটি সংবাদ সম্মেলন করেন। সেখানে চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তাঁর আগের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে বলেন, "তামিমের শারীরিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ তুলেছিলাম। ভুলবশত তাঁর নাম সংযুক্ত হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত।"
এর আগে বৃহস্পতিবার, সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন তালুকদার বলেছিলেন, "তামিম ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। তবে হঠাৎ করে ছাড়তে পারবে না। সে ভেপিংয়ের কথা বলেছিল, কিন্তু সেটাও নিরাপদ নয়। ভেপেও ক্যানসারের ঝুঁকি থাকে। আমরা তাকে সিগারেট খেতে দিচ্ছি না।"
এদিকে বিসিবির একজন চিকিৎসক জানিয়েছেন, "বর্তমানে তামিম সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় ফিরেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে তাঁর পরিবার সিদ্ধান্ত নেবে।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?