clock ,

মৃত্যুর আড়াই মাস পর হামলা মামলায় আসামি মুক্তিযোদ্ধা

মৃত্যুর আড়াই মাস পর হামলা মামলায় আসামি মুক্তিযোদ্ধা

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানকে, মৃত্যুর আড়াই মাস পর ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি করা হয়েছে।

গত রোববার রাজশাহীর বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় তাঁকে ৫৮ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি করেছেন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আব্দুল আলীম দুলাল।

এই মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। এছাড়া আসামির তালিকায় রয়েছেন রাজশাহী- আসনের সাবেক এমপি আয়েন উদ্দীন এবং রাজশাহী- (সদর) আসনের সাবেক স্বতন্ত্র এমপি শফিকুর রহমান বাদশার ছেলে, রুয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপন। মামলায় মোট ১২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ৩৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

ডা. আবদুল মান্নান ছিলেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং আওয়ামী লীগের বোয়ালিয়া থানা শাখার নেতা। গত ১৭ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন রাজশাহীর টিকাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

বাদী আব্দুল আলীম দুলালের নম্বরে ফোন করলে তার ভাই শফিকুল ইসলাম বলেন, "আমি জামায়াতে ইসলামীর কর্মী, আর আমার ভাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থক। গত বছরের আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় আমার ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন। সংগঠনের তদারকিতে মামলা করা হয়েছে।"

মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়ে তিনি বলেন, "আমাদের মুরুব্বিরা সবকিছু করেছেন। কোনো বিষয়ে কথা বলতে চাইলে রাজশাহী জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।"

বিষয়ে জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, "মামলার ব্যাপারে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে পরে জানানো সম্ভব হবে।"

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, "আসামির তালিকায় মৃত ব্যক্তি আছেন কিনা, তা জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য