ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মজিবুর রহমান গণিত ভবনের বিপরীতে জিমনেসিয়ামের পাশের একটি গাছ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক ঢাবি শিক্ষার্থী বলেন, “আমরা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এ সময় দেখি কিছু মানুষ জটলা হয়ে উপরে তাকিয়ে আছে। পরে গিয়ে দেখি একটা লাশ ঝুলছে।”
গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, কিছুক্ষণ আগেই লাশ নামানো হয়েছে। তিনি হয়ত ফুটপাতে ঘুমাতেন। কাপড় ফুটপাতে পড়ে ছিল।
লাশ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৫০ এর কাছাকাছি। তার নাম পরিচয় জানা যায়নি। লাশ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে৷
শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত লাশটি মর্গে নেওয়া হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, পুলিশ পৌনে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নামায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?