প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে মালয়েশিয়ায় যেতে পারেননি। এই পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা।
আজ বুধবার সকাল ৯টায় প্রায় ১৫০ জন কর্মী সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন, যার ফলে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ সকাল ১১টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়। পরে তারা সোনারগাঁও হোটেলের পাশে ফুটপাতে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা বলেন, প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মে’র মধ্যে তারা মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মিলছে না।
বিক্ষোভে
অংশ নেওয়া মঈন উদ্দিন বাবু
বলেন, "আমরা মালয়েশিয়ার কাজে
যাওয়ার জন্য এজেন্সিগুলোকে টাকা
দিয়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের চাকরি নিশ্চিত করার আশ্বাস দিলেও
এখনো কোনো অগ্রগতি দেখতে
পাইনি।"
তিনি আরও বলেন, "আমরা
বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনো সমাধান না
পাওয়ায় বাধ্য হয়ে সড়কে নেমেছি।"
পাঁচ দফা দাবি:
বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেন এবং পাঁচটি দাবি উত্থাপন করেন:
নির্ধারিত সময়ে যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণ।
যাদের ই-ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের দ্রুত পাঠানোর ব্যবস্থা।
২০ ফেব্রুয়ারির মধ্যে আটকে থাকা সকল কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা গ্রহণ।
প্রবাসী কর্মীদের কল্যাণে রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন।
আটকে থাকা কর্মীদের পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ সরকার কর্তৃক ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সর্বশেষ ঢাকা সফরের সময় এই কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিক্ষোভকারীরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?