যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগগুলোকে 'মিথ্যা ও হয়রানিমূলক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মাসের পর মাস সংবাদমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হলেও, তদন্তকারীরা তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেননি।
টিউলিপের আইনজীবীরা দুদকের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন যে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং হয়রানিমূলক। তারা আরও বলেন, দুদক যদি কোনো প্রশ্ন করতে চায়, তবে তা দ্রুততার সঙ্গে টিউলিপের কাছে পাঠানো উচিত।
এর আগে, দুদক টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট বরাদ্দে অনিয়ম এবং নয়টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে।
টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং পার্লামেন্টের সদস্য হিসেবে তার কাজের মর্যাদা রক্ষা করবেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচারের ঐতিহ্য রয়েছে, এবং তিনি যেকোনো যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে ভারতে নির্বাসিত রয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?