clock ,

জার্মানির গৃহস্থালি পণ্যের মেলায় বাংলাদেশি ৪২ প্রতিষ্ঠান

জার্মানির গৃহস্থালি পণ্যের মেলায় বাংলাদেশি ৪২ প্রতিষ্ঠান

বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা গৃহস্থালি পণ্যের বাণিজ্য মেলা "অ্যাম্বিয়েন্তে ২০২৫" শুরু হয়েছে জার্মানির হেসেন প্রদেশের বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে। শুক্রবার ( ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে কয়েক লাখ দর্শনার্থী এবং ,০০০-এর বেশি ক্রেতা, বিক্রেতা, উদ্যোক্তা, প্রস্তুতকারক, ডিজাইনার পণ্য প্রদর্শক।"অ্যাম্বিয়েন্তে ২০২৫" মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলার মূল প্রতিপাদ্য "Rhythm of Life"

 

অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশ এই মেলায় অংশ নিয়েছে। দেশের ৪২টি প্রতিষ্ঠান বৈশ্বিক ক্রেতাদের সামনে নিজেদের পণ্য উপস্থাপন করছে। এর মধ্যে ১২টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর আওতায় এবং বাকিগুলো ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্যোগে অংশ নিয়েছে।

 

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্যআফেয়ার্স রাহাত বিন জামান বিষয়ে বলেনঅ্যাম্বিয়েন্তে" মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ শুধু রপ্তানি পণ্যই নয়, দেশের সামগ্রিক অর্থনীতি ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দূতাবাস সবসময় দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে এবং আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী বলেন,"অ্যাম্বিয়েন্তে বিশ্বের বৃহত্তম ভোক্তা পণ্যের বাণিজ্য মেলা, যেখানে বাংলাদেশের দৃঢ় উপস্থিতি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও সুসংহত করছে। পণ্য বহুমুখীকরণই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল। বাণিজ্য মন্ত্রণালয় ইপিবির সহযোগিতায় আগামী বছরগুলোতে আরও বৈচিত্র্যময় পণ্য নিয়ে এই মেলায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।"

 

এবারের মেলায় বাংলাদেশি স্টলগুলোতে হস্তশিল্প, সিরামিক, কুকওয়্যার পরিবেশবান্ধব পণ্য প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি সিরামিকস, যা টেকসই মান নান্দনিকতার জন্য খ্যাত, বৈশ্বিক ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য