শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সৌদি হজ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "হজের সময় প্রচণ্ড ভিড়ের কারণে যে ঝুঁকিগুলো তৈরি হয়, সেসব থেকে শিশুদের সুরক্ষিত রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" এছাড়াও, সৌদি সরকার জানিয়েছে, চলতি বছর হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা, যারা আগে কখনও হজ করেননি।
হজ নিবন্ধন পদ্ধতি
নুসুক অ্যাপ এবং সৌদি সরকারের অনলাইন পোর্টাল ব্যবহার করে হজের জন্য নিবন্ধন করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা ও মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?