clock ,

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অভিযোগ: মুক্তিযোদ্ধাদের সঙ্গে অবিচার ও বৈষম্য করছে সরকার

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অভিযোগ: মুক্তিযোদ্ধাদের সঙ্গে অবিচার ও বৈষম্য করছে সরকার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য নির্বাচনে দলীয়করণ, অবিচার রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির অধিকাংশই ক্ষমতাসীন দলের অনুগত এবং বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত হতে বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধা সংসদকে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়ায় পরিণত করেছিল। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বসে থাকা কিছু বিতর্কিত ব্যক্তি একই পথে হাঁটছেন। ফলে প্রকৃত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধারা বঞ্চনার শিকার হচ্ছেন।
ইসতিয়াক আজিজ প্রশ্ন তুলে বলেন, “সংবিধানে বা মুক্তিযোদ্ধা সংসদের আইনে তো লেখা নেই যে বিএনপি করে এমন কেউ সদস্য হতে পারবে না। তাহলে কেন এমন বিভাজন? মুক্তিযোদ্ধা হলেও দলীয় পরিচয়ের কারণে বাদ পড়তে হবে, এটি চরম বৈষম্য।

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর দলীয় বিভেদহীন জাতীয় শক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। আজ তাঁর দলের মুক্তিযোদ্ধারা যদি মুক্তিযোদ্ধা সংসদে জায়গা না পান, তবে সেটি জাতির জন্য লজ্জাজনক।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার শহীদ বাবলু, মো. মোবারক, শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ারসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ মুক্তিযোদ্ধা পরিচয়ের মর্যাদা বরাবরই বিতর্কিত দলীয় বিতরণের শিকার হয়েছে। নতুন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অভিযোগ সরকার অন্তর্বর্তী প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য