ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগ স্ক্রিনিংয়ে এখন থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নতুন ব্যবস্থা অনুযায়ী ভিআইপি-ভিভিআইপিদের লাগেজ স্ক্রিনিং হবে অধিকতর সতর্কতার সঙ্গে; এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত ব্রিফিং ও নির্দেশনা দেওয়া হবে; সিসিটিভি মনিটরিং টিমকে বাড়তি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে; এক্স-রে ও মেটাল ডিটেক্টর স্ক্যানের পর ‘হাই রিস্ক’ লাগেজে বাধ্যতামূলকভাবে হাতে ধরে তল্লাশি করা হবে;আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে বিমানবন্দরে প্রবেশের আগে অনুমতি নিশ্চিত করা এবং তার রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক;কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রধান এ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপদ রাখাই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?