প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারি ও এপ্রিল—এই দুই সম্ভাব্য সময়সীমাকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাক্ষাতে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। সাময়িক অসুস্থতার কারণে কয়েকদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর এদিন প্রথম অফিস করেন তিনি।
সিইসি
বলেন, “প্রধান উপদেষ্টা প্রথমে এপ্রিলের কথা বলেছিলেন। পরে
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারির কথা
এসেছে। আমরা উভয় টাইমফ্রেম
মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি।
সরকার যখন নির্বাচন চায়,
তখনই যেন ইসি প্রস্তুত
থাকে, আমরা সেই লক্ষ্যে
কাজ করছি।”
২৬ জুন প্রধান উপদেষ্টার
সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে নানা
গুঞ্জনের জবাবে সিইসি বলেন, “এটি ছিল একটি
সৌজন্য সাক্ষাৎ। সেখানে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি।
কেউ কেউ বলছেন, সাক্ষাৎ
বেআইনি বা পদত্যাগযোগ্য বিষয়,
এটা হাস্যকর। প্রধান উপদেষ্টা ও আমি দুজনই
নিরপেক্ষ, স্বচ্ছতার ভিত্তিতে কথা হয়েছে।”
এ মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন নিয়েই
ইসির প্রস্তুতি চলছে বলে জানান
সিইসি। তিনি বলেন, “স্থানীয়
সরকার নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি
এখন নেই। প্রধান উপদেষ্টাও
জাতীয় নির্বাচনের কথাই বলেছেন। তিনিও
জাতিকে এ বিষয়ে অঙ্গীকার
করেছেন।”
নাসির উদ্দিন বলেন, “বর্তমান ইসি হচ্ছে জুলাই
বিপ্লব ও গণআন্দোলনের ফসল।
আমরা কোনো রাজনৈতিক চাপের
মধ্যে নয়, আমাদের নিজস্ব
পরিকল্পনা ও সাংবিধানিক দায়িত্ব
অনুযায়ী নির্বাচন পরিচালনা করব। জনগণের আস্থা
ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও
প্রস্তুতির প্রমাণ দিতে হবে।”
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় অর্থ ছাড়ে কোনো
রকম কার্পণ্য করা হবে না।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে
নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা
হয়েছে ২ হাজার ৯৫৬
কোটি টাকা, যা আগের বছরের
তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।
এর মধ্যে জাতীয় সংসদ ও স্থানীয়
সরকার নির্বাচন খাতে ২ হাজার
৮০ কোটি টাকা বরাদ্দ
রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?