clock ,

ছুটির দিনে মেঘ–পাহাড়ের দেশে মালয়েশিয়ার প্রবাসীরা

ছুটির দিনে মেঘ–পাহাড়ের দেশে মালয়েশিয়ার প্রবাসীরা

দক্ষিণ-পূর্ব এশিয়ার অনিন্দ্যসুন্দর একটি দেশ মালয়েশিয়া। প্রতিকূল আবহাওয়া, খাদ্যাভ্যাস, ধর্ম সংস্কৃতির অনেকাংশে মিল থাকায় শ্রমবাজারে বাংলাদেশিদের পছন্দের তালিকায় বেশ ওপরেই থাকে দেশটি। আবার কঠোর পরিশ্রম, সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে এখানকার নিয়োগকর্তাদের মনেও জায়গা করে নিয়েছে বাংলাদেশিরা। মালিক-শ্রমিকের বোঝাপড়ায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান এখন সবার ওপরে।

সময় আর সুযোগ পেলে কর্মব্যস্ত প্রবাসজীবনে মাঝেমধ্যে ঘুরতে বের হন প্রবাসীরা। এরই অংশ হিসেবেআন্তর্জাতিক মাতৃভাষা দিবসউপলক্ষে মেঘপাহাড়ের দেশ পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ড ভ্রমণের আয়োজন করেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে ক্যামেরন হাইল্যান্ড ভ্রমণে অংশ নেন বিভিন্ন স্থানের ৭০ জন প্রবাসী।

সকালের সূর্যোদয়ের আগেই কুয়ালালামপুর থেকে ছেড়ে যায় তাঁদের বহনকারী দুটি বাস। শহরের কোলাহল ছেড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে সবুজ অরণ্যের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছায় সকাল সাড়ে নয়টায়। ক্যামেরনের রূপ আর সৌন্দর্য অবর্ণনীয়। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে ক্যামেরন হাইল্যান্ডসকে। কখনো সাদা মেঘের ভেলা ছুঁয়ে যায় আবার মেঘের মধ্য দিয়ে সূর্য উঁকি দেয়। দিনের বেশির ভাগ সময়ই কাটে এভাবে। এরই মাঝে ঝরনা, ক্যাকটাস ভ্যালি, ল্যাভেন্ডার গার্ডেন, চাবাগান, স্টবেরি ফার্ম বিভিন্ন সবজির বাগানের দেখা মেলে ক্যামেরনে।




সাজানোগোছানো ক্যামেরন হাইল্যান্ডসের সৌন্দর্য বৃদ্ধিতে অবদান রয়েছে বাংলাদেশি কর্মীদের। এখানকার দর্শনীয় স্থানের সবখানেই বাংলাদেশি কর্মীর দেখা মিলবে, তবে বিশেষ করে বলতে হলে সবজির বাগানগুলোতে একচেটিয়া বাংলাদেশিদের আধিপত্য।

প্রথমবারের মতো ক্যামেরন হাইল্যান্ডস ঘুরতে যাওয়া অনেক প্রবাসীর কাছে এই ট্যুরটা ছিল স্বপ্নের মতো। আর এই স্বপ্নপূরণে সেসব ব্যক্তি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের ধন্যবাদ দিতেও ভুল করেননি ট্যুরে অংশ নেওয়া প্রবাসীরা।

ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে ২১ ফেব্রুয়ারির ছবিযুক্ত একই ধরনের টি-শার্ট আর যাওয়াআসার পথে আবৃত্তি, গান, অভিনয়সহ নানা ধরনের আয়োজন র‌্যাফেল ড্র। এত ব্যস্ততার মাঝেও সমবেত কণ্ঠে বাংলাদেশ মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনে ভুল করেননি তাঁরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য